সহজেই TP-Link WiFi রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করুন মোবাইল দিয়েই

নমস্কার ভিউয়ারস, কেমন আছেন সবাই ? আজকের টিউটোরিয়ালে আমরা জানতে চলেছি tp-link wifi রাউটার এর পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয় তার ব্যাপারে।

আপনার বাড়িতে যদি tp-link এর wifi রাউটার থেকে থাকে এবং আপনি যদি ওই wifi রাউটার এর পাসওয়ার্ড পরিবর্তন করতে চান, তাহলে আজকের এই টিউটোরিয়ালটা দেখার পর আপনি খুব সহজেই নিজেই নিজের wifi রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। কিভাবে করবেন চলুন সেটা সবচেয়ে সহজ উপায়ে শিখে নেওয়া যাক।

এটা করার জন্য আপনাকে প্রথমে যেকোন একটা ব্রাউজার খুলে url বারে গিয়ে টাইপ করতে হবে এই আইপি অ্যাড্রেসটা – 192.168.0.1 , যেমনটা লিখেছি, ঠিক এমনটাই লিখবেন। তারপর এন্টার করে দেবেন।

Type IP Address 192.168.0.1

এরপর এই ‘continue to site’ এই বাটনে ক্লিক করে দেবেন।

এটা হচ্ছে tp-link wifi রাউটার এর এডমিন প্যানেল এর login page.

TP-Link Router Admin Pannel Login Page

এডমিন প্যানেল সম্পর্কে যারা জানেন না, তাদের বলি – এটা একধরনের কন্ট্রোল প্যানেল যেখানে wifi এর বিভিন্ন সেটিং রয়েছে। আপনি এই কন্ট্রোল প্যানেল এ প্রবেশ করার পর নিজেই নিজের wifi নেটওয়ার্ককে কন্ট্রোল করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। কাকে wifi এর এক্সেস দেবেন, কাকে দেবেন না, কাকে ইন্টারনেট এর স্পীড বেশি দেবেন, কাকে কম দেবেন, wifi পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, ফার্মওয়ার আপডেট করতে পারবেন, লগ ফাইল চেক করতে পারবেন। মানে আপনার wifi নেটওয়ার্কের এর a to z কন্ট্রোল আপনার হাতে থাকবে।

আচ্ছা এবার এখানে আপনাদেরকে প্রথমে পাসওয়ার্ডটা বসাতে হবে। এটা wifi রাউটার এর পাসওয়ার্ড নয় এটা এডমিন প্যানেল এর পাসওয়ার্ড। যখন আপনার বাড়িতে wifi রাউটার বসানো হয় তখন এর ডিফল্ট পাসওয়ার্ড থাকে admin. আপনি এখানে এডমিন লিখে login করে দেখবেন যদি login না হয় তাহলে যার থেকে আপনি wifi রাউটারটা নিয়েছেন তার সাথে কন্টাক্ট করে পাসওয়ার্ডটা চেয়ে নিতে পারেন। অথবা আপনি এই টিউটোরিয়ালটা দেখে এডমিন প্যানেল এর পাসওয়ার্ড কিভাবে রিসেট করতে হয়, সেটা শিখে নিতে পারেন :

যাইহোক এখানে সঠিক পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন।

তারপর বামদিকে দেখবেন wireless বলে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দেবেন।

Click to Wireless Tab

এখানে দেখবেন আপনার wifi এক্সেস পয়েন্ট এর নাম আর পাসওয়ার্ড রয়েছে। আপনারা চাইলে আপনার wifi নেটওয়ার্কের নামটাও নামটাও চেঞ্জ করে নিতে পারেন। আর নিচে এখানে যে পাসওয়ার্ড রয়েছে এটাকে আপনারা পরিবর্তন করে নতুন পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। তারপর এই সেভ অপশনে ক্লিক করে দেবেন।

Change the Password

ব্যাস এটুকুই কাজ। এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখবেন আপনার wifi রাউটার এর পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে গেছে, আর যতগুলো ডিভাইস আপনার রাউটারের সাথে যুক্ত ছিল সবগুলো ডিসকানেক্ট হয়ে যাবে।

এখন নতুন করে wifi রাউটারে যুক্ত হওয়ার জন্য আপনি আপনার ডিভাইসের wifi অপশনে চলে আসবেন। তারপর wifi নেটওয়ার্কের নামটার ওপর চেপে ধরবেন দেখবেন forget নেটওয়ার্ক বলে অপশন দেখাচ্ছে কিনা। যদি না দেখাই তাহলে wifi নেটওয়ার্কের নামটার ওপর ক্লিক করে দেবেন। দেখবেন এখানে কোথাও না কোথাও forget বলে একটা অপশন সো করছে। আপনি জাস্ট এটার ওপর ক্লিক করে remove অপশনে ক্লিক দেবেন।

Click to Forget

তারপর একটু wait করবেন। wifi এক্সেস পয়েন্ট এর নামটা সো করলে ওটাতে ক্লিক করে নতুন যে পাসওয়ার্ড সেট করা হয়েছে সেটা ওখানে বসিয়ে দেবেন।

তারপর কানেক্ট বা সেভ অপশনে ক্লিক করে দেবেন। তাহলেই আবার wifi নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে যাবেন। আর যাদের 5GHz এর wifi রয়েছে, তারাও একইভাবে সেট করে নেবেন।

এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট করে জানাবেন।

আপনার দিনটা খুব ভালো কাটুক, ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *